মুম্বই, ৯ ফেব্রুয়ারি: বলিউডে ফের নক্ষত্র পতন। কাপুর পরিবারে আবারও শোকের ছায়া। ঋষি কাপুরের পর রাজীব কাপুর। চলে গেলেন ‘রাম তেরি গঙ্গা ময়লি’-র নায়ক। প্রয়াত ঋষি-রণধীরের ছোট ভাই অভিনেতা রাজীব কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৮। মঙ্গলবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজীবের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কাপুর পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই রাজীবকে দ্রুত চেম্বুরের ইনল্যাক্স হাসপাতালে নিয়ে যান রণধীর কাপুর। সেখানে বেলা ১২টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে প্রয়াত অভিনেতার দেহ চেম্বুরে তাঁর বাসভবনে নিয়ে আসা হয়। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, সঞ্জয় দত্ত, অনিল কাপুর-সহ বলিউডের বহু তারকা।
১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রাজীব। ১৯৮৫ সালে বাবা রাজ কাপুরের পরিচালনায় ‘রাম তেরি গঙ্গা ময়লি’ -তে অভিনয়ের মাধ্যমে খ্যাতির শীর্ষে আসেন। এরপর লাভার বয় (১৯৮৫), আসমান (১৯৮৪), জবরদস্ত (১৯৮৫), হাম তো চলে পরদেশ (১৯৮৮) জিম্মেদার (১৯৯০)-সহ একাধিক ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের মন জিতে তিনি।
তবে ১৯৯০ সালের পর অভিনয় থেকে সরে আসেন রাজীব কাপুর। এর পর পুরোপুরি ভাবে সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজ শুরু করেন। পরিচালক, প্রযোজক হিসেবে একাধিক ছবি করেছেন।