Home ভিডিও ‘এই বাজেট সাধারণ মানুষকে উৎসাহ দেবে না,’ মন্তব্য সুজন চক্রবর্তীর

‘এই বাজেট সাধারণ মানুষকে উৎসাহ দেবে না,’ মন্তব্য সুজন চক্রবর্তীর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:স্বাস্থ্য, শিক্ষা থেকে সামাজিক প্রকল্প – বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সব সামাজিক প্রকল্প চলছে, সেগুলি চালিয়ে যাওয়ার উপর বাজেটে সবথেকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, আগামী অর্থবর্ষে রাজ্যে এক কোটির বেশি কর্মসংস্থান তৈরি হবে। বড় শিল্পের ক্ষেত্রে তেমন বড়সড় কোনও ঘোষণা করেননি তিনি। যদিও সেই বাজেটকে দিশাহীন এবং রাজনৈতিক বিবৃতি বলে কটাক্ষ করেছে বিজেপি

অন্যদিকে এই বাজেটের সমালোচনায় সরব হলেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে বললেন ,”প্রথমত, ছত্রে ছত্রে কেন্দ্রের সমালোচনা করেছেন। দ্বিতীয়ত, ৯০,০০০ কোটি টাকার গল্প শোনানো হল। এটা দিশাহীন বাজেট। রাজনৈতিক বিবৃতি মাত্র এটা। শিল্পকে কোনও দিশা দেখায়নি কখনও। কোনও জমি নীতি নেই। সরকারি কর্মীদের মহল, শিল্পমহল হতাশ হয়েছে।”

রাজ্য সরকারের বাজেট এর সমালোচনা করে সুজন বললেন,” এই বাজেট মুখ্যমন্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে রাজ্যে তোলাবাজদের মুখে হাসি ফোটাতে পারে তবে এই বাজেট এর মাধ্যমে সাধারণ মানুষ উৎসাহী সেটা ঠিক নয়।”

Topics

Sujan Chakraborty  Budget Finance Administration Kolkata

Related Articles