Home সংবাদ একই পাসে বাস-ট্রাম-ফেরি, আজ থেকেই মিলবে এই সুবিধা

একই পাসে বাস-ট্রাম-ফেরি, আজ থেকেই মিলবে এই সুবিধা

by Kolkata Today

কলকাতা, ২১ জানুয়ারি: শহরে যাত্রীদের জন্য সুখবর৷ এবার থেকে একটি পাসেই সারাদিন বাস-ট্রাম-ফেরিতে চলাফেরা করা যাবে৷ এমনটাই জানিয়েছে রাজ্যের পরিবহন দফতর৷ রাজ্য পরিবহন নিগম ‘সিটি ট্রাভেল পাস’ চালু করেছে। এই বিশেষ পাসের দাম ১০০ টাকা৷ বৃহস্পতিবার ২১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হচ্ছে কলকাতায়৷ বাস, ট্রামের কন্ডাক্টর ও বিভিন্ন ডিপোতে এইপাস পাওয়া যাবে৷ ফেরির টিকিট কাউন্টার থেকে কেনা যাবে এই পাস।

এছাড়া বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনেও এই পাস পাওয়া যাবে। পাশাপাশি ডব্লিউবিটিসি-র ওয়েবসাইট থেকেও এই পাস বুক করা যাবে৷ এমনটাই পরিবহন দফতর সূত্রে খবর৷ এই পাসের মাধ্যমে রাজ্য পরিবহন নিগম এর যে কোনও বাসে চড়া যাবে।চড়া যাবে ভেসেলে।

এছাড়া সমস্ত ধরণের ট্রাম ও ভেসেলে উঠা যাবে।এর জন্য একটি গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে। যদিও আগেই বাস, ট্রাম ও ফেরির নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে স্মার্ট কার্ড চালু করেছিল পরিবহন নিগম। প্রায় ৩০ হাজার যাত্রী এই পরিষেবার সুবিধা পান৷ তবে এতদিন স্মার্ট কার্ড রিচার্জের জন্য নিগমের নির্দিষ্ট করা ৩০টি পয়েন্ট অফ সেলস কাউন্টারে যেতে হত যাত্রীদের৷ এবার ঘরে বসেই যাত্রীরা স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন৷

স্মার্টকার্ড রিচার্জের জন্য যাত্রীদের প্রথমে www.online.wbtc.co.in পোর্টালে যেতে হবে। সেখানে গিয়ে স্মার্টকার্ড ব্যবহারকারীদের মোবাইল নম্বর বা রিচার্জ কার্ডের নম্বর দিতে হবে। এরপর কত টাকা রিচার্জ করতে চান, সেই অপশনে ক্লিক করতে হবে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

Related Articles

Leave a Comment