Home সংবাদ ‘একটি শব্দও সংবিধানের বাইরে তিনি বলেননি,’ রাজ্যপালকে সমর্থন শুভেন্দুর

‘একটি শব্দও সংবিধানের বাইরে তিনি বলেননি,’ রাজ্যপালকে সমর্থন শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি রাজ্যপাল জগদীপ ধনকড়ের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপাল কী বলবেন তা তো আমি বলতে পারি না। তাঁর বক্তব্য শুনে আমার যা মনে হয়েছে, একটি শব্দও সংবিধানের বাইরে তিনি বলেননি। সংসদীয় ব্যবস্থা প্রশ্নচিহ্নের সামনে পড়ুক, সেই কাজও তিনি করেননি। তাঁর সংবিধান ও জ্ঞান নিয়ে ভারতবর্ষের কেউ প্রশ্ন করতে পারবেন না।’ এই মন্তব্য করেই রাজ্যপালের সমালোচনাকে সমর্থন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তাঁর কথায়, ”রাজ্য সরকার আমলাদের নিয়ে ক্রমাগত রাজ্যপালকে নিশানা করছে। তাই আমলাদেরও সতর্ক করেছেন তিনি। এতে ভুলটা কোথায়?”

তিনি এদিন বলেন, ”’সংবিধান সম্পর্কে রাজ্যপালের জ্ঞান নিয়ে আশা করি কেউ কোনও প্রশ্ন তুলবেন না। তিনি সুপ্রিম কোর্টের কৃতী আইনজীবী। আগে বিধায়ক ও সাংসদও ছিলেন। আজ যা বলেছেন তা তাঁর অভিজ্ঞতার ভিত্তিতে। এখানে বহুদলীয় ব্যবস্থা রয়েছে। তৃণমূল জিতে সরকারে রয়েছে বলে যা ইচ্ছে তাই করবে, আর বিরোধী বলে বিজেপির লোকেরা মার খাবে এটা চলতে পারে না। এই বিষয়টিকেই চ্যালেঞ্জ করেছেন রাজ্যপাল।”

Topics

Governor Jagdeep Dhankhar Suvendu Adhikary BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment