Home ভিডিও ‘ এক ব্যক্তি এক পদ-এর যে ক্যাম্পেন চলছে তা দল অনুমোদন করে না,’ জানালেন ফিরহাদ

‘ এক ব্যক্তি এক পদ-এর যে ক্যাম্পেন চলছে তা দল অনুমোদন করে না,’ জানালেন ফিরহাদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘এক ব্যক্তি এক পদ’ সংক্রান্ত যে সমস্ত পোস্ট নেটমাধ্যমে করা হচ্ছে, তাতে সমর্থন নেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র বলেন, ”তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপার্সনের অনুমোদনে বলছি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদ-এর যে ক্যাম্পেন চলছে তা দল অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে তারপরে আরও চারটে লাইন মমতা বলেছিলেন। ডিসক্রিয়েশন অফ দ্য চেয়ারপার্সন অর্থাৎ চেয়ারপার্সন যেটা ঠিক করবে তা তিনি চাইলে পরে বদলাতেও পারে। সভানেত্রীই দলের নীতি পরিবর্তন করতে পারেন। নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হওয়ার পর নতুন নীতি প্রণয়ন করবেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা মাথা পেতে নেব।”

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ”পুরনো কিছু জিনিস নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে যারা এটা করছেন তারা দলের স্বার্থে সেটা করছেন না। তাই সভানেত্রীর সিদ্ধান্তই আমাদের দলে শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে সবাই সেটাই মানবে। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেন মানুষকে বিভ্রান্ত করার জন্য চালানো হচ্ছে।” তিনি বলেন, ‘‘নেতাদের ফেসবুক পোস্ট বিভ্রান্তিকর। দল তা অনুমোদন করে না। অবিলম্বে ওই সব পোস্ট সরাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ রকম পোস্ট করা অন্যায়। সভানেত্রী নতুন ভাবে নীতি নির্ধারণ করবেন। দলের যাবতীয় নীতি তিনিই ঠিক করবেন।’’

আরও পড়ুনঃ শনিবার রাজ্যের ৪ পুর নিগমে ভোটগ্রহণ, চলছে জোড় কদমে প্রস্তুতি

দলে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি নিয়ে প্রকাশ্যেই সরব হতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে সমর্থন করে নেটমাধ্যমে পোস্ট করেছেন তৃণমূলের নতুন প্রজন্মের অনেকেই।কিন্তু খোদ মমতা তা সমর্থন করেন না বলে শুক্রবার ঘোষণা করেন ফিরহাদ। তিনি বলেন, ‘‘নেতাদের ফেসবুক পোস্ট বিভ্রান্তিকর। দল তা অনুমোদন করে না। অবিলম্বে ওই সব পোস্ট সরাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ রকম পোস্ট করা অন্যায়। সভানেত্রী নতুন ভাবে নীতি নির্ধারণ করবেন। দলের যাবতীয় নীতি তিনিই ঠিক করবেন।’’

 

Topics

Firhad Hakim BJP  TMC  Administration Kolkata

Related Articles