Home ভিডিও ‘এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা,’ গোয়ায় চিদাম্বারামকে পাল্টা অভিষেকের

‘এখানে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা,’ গোয়ায় চিদাম্বারামকে পাল্টা অভিষেকের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গোয়ার ভোট তৃণমূল বিরোধী ভোট ভাগ করতে এসেছে। বাংলার শাসক দলের তরফে জোটের কোনও প্রস্তাব আসেনি। দিন কয়েক আগেই এই দাবি করেছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

আর অভিষেক চিদাম্বরমের তৃণমূলের পক্ষ থেকে জোটের প্রস্তাব না পাওয়ার দাবিটিকেই চ্যালেঞ্জ জানান। বলেন, ‘ওনার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু উনি দলীয় স্বার্থে মানুষকে বিভ্রান্ত করছেন। চিদাম্বরণজির মিথ্যা দাবি বেআব্রু করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি পবন বর্মা। উনি জানিয়েছে যে, গত ২৪ ডিসেম্বর চিদাম্বরমজির লোধি রোডের বাড়িতে দুপুর দেড়টার সময় গিয়ে উনি বৈঠক করে জোটের প্রস্তাব দিয়েছিলেন।’

আরও পড়ুনঃ বাংলা অকাদেমির নতুন সভাপতি ব্রাত্য বসু

চিদাম্বরমের উদ্দেশ্যে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘পবন বর্মার এই দাবি উনি অস্বীকার করলে মামলা করুন।’ পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ‘উনি বড় আইনজীবী। মামলা করলে আমরা কোর্টে আরও প্রমাণ দেব।’ তাঁর দাবি, ‘কংগ্রেস যদি এই ভোটে বিজেপিকে হারাতে না পারে তবে চিদাম্বরমজির দায় নিয়ে পদত্যাগ করা উচিত’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ‘কংগ্রেস বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আসলে বাস্তবে মাঠে নেমে বিজেপির বিরুদ্ধে লড়ছে একমাত্র তৃণমূল। কংগ্রেস গোয়াবাসীর সঙ্গে তঞ্চকতা করছে। তাই গোয়ার নতুন ভোরের স্বার্থে এখানে তৃণমূল এসেছে।’

Topics

Goa Abhishek Banerjee BJP TMC Administration  Kolkata

Related Articles

Leave a Comment