Home সংবাদবর্তমান আপডেট ‘এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ ,’ রাজ্যপালকে পাল্টা তো অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ ,’ রাজ্যপালকে পাল্টা তো অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যপালকে পাল্টা নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, এত রাজ্যপাল এর আগে বিধানসভায় এসেছেন। কিন্তু জগদীপ ধনখড়ের মতো অসৌজন্য কেউ কোনওদিন দেখাননি। একইসঙ্গে অধ্যক্ষ প্রশ্ন তোলেন, এদিন রাজ্যপাল যা করলেন তা কোনও সাংবিধানিক পদে থাকা মানুষের নাকি কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ মহামান্য রাজ্যপাল বিধানসভায় এসেছিলেন শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য। উনি ওনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেইমতো আমরা সমস্ত আয়োজন করে রেখেছিলাম। আমি অবাক হয়ে গেলাম উনি এখানে এসে আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে বিধানসভার সমালোচনা শুরু করে দিলেন। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ বলেই আমি মনে করি। বিধানসভা এমন একটা জায়গা যেখানে উনি ওনার এক্তিয়ারে কাজ করবেন। আমি আমার এক্তিয়ারে কাজ করব। যদি ওনার সাংবাদিক সম্মেলনের দরকার হোত, উনি রাজভবনে ডেকে পাঠাতে পারতেন।”

জাতীয় ভোটার দিবস, বি আর আম্বেদকরকে স্মরণের দিন। কিন্তু এই দিনেও বাংলায় প্রশাসনিক বনাম সাংবিধানিক বিবাদ তুঙ্গে উঠল। মঙ্গলবার বিধানসভা চত্বরে এসে আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের পর সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে রীতিমতো রণং দেহি ভূমিকায় দেখা গেল।

Topics

Governor  Jagdeep Dhankhar Biman Banerjee  Administration  Kolkata

Related Articles

Leave a Comment