Home সংবাদ ‘এটা শান্তিপূর্ণ ভোট নয়’, অভিযোগ বিরোধীদের

‘এটা শান্তিপূর্ণ ভোট নয়’, অভিযোগ বিরোধীদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”রিপোর্টাররা ভুয়ো ভোটার ধরছেন, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না।” পুরভোটের দিনে রাজ্য পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরভোট নিয়ে প্রতিক্রিয়ার প্রশ্নের উত্তরে বললেন,”মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেইজন্য কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছিল। কিন্তু, সকাল থেকে দেখা যাচ্ছে…এত ভুয়ো ভোটার এসেছে । রিপোর্টাররা ভুয়ো ভোটার ধরছেন, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না। এজন্য আমরা বলেছিলাম, পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশও টিএমসি-র ক্যাডারের মতো। গন্ডগোল, মারপিট, আমাদের কর্মীদের আটকানো, ভয় দেখানো -সব চলছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়।”

একইসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “চারটি পুরসভাতেই মানুষের উৎসাহ যথেষ্ট। তৃণমূল নির্বাচন না করার তালে ছিল। কলকাতা পুরভোটের মতোই তৃণমূল নির্বাচন করাতে চাইছে। তৃণমূলের এই জবরদস্তি মানুষ মানবেন না।”

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles