নিজস্ব প্রতিনিধিঃ ক্রমশ চাপ বাড়ছে এটিকে মোহনবাগানের উপর। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সেকেন্ড বয় হলেও স্বস্তিতে নেই আন্তোনিও লোপেজ হাবাস। কারণ, গুরুতর চোটের জন্য আগামী ২৬ জানুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অনিশ্চিত এডু গার্সিয়া ও শুভাশিস বোস। এডুর চোট বেশি। শুধু নর্থ ইস্ট নয়, আরও কয়েকটি ম্যাচ তারকা স্প্যানিশ মিডফিল্ডার বাইরে থাকতে পারেন।
চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে গত ম্যাচে পুরোনো জায়গায় গোড়ালিতে চোট পান গার্সিয়া। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। এডুর পাশাপাশি চেন্নাই ম্যাচে চোট পেয়েছেন দলের লেফ্ট ব্যাক শুভাশিস বোস। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। শনিবার দুজনেরই এমআরআই হয়। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা না হলেও শোনা যাচ্ছে এই দুই ফুটবলাররের খেলার সম্ভাবনা খুবই কম।
এডু গার্সিয়ার চোট বেশ বড়। এর আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। সেইজন্য বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এবার চেন্নাইয়িন ম্যাচে সেই গোড়ালিতেই চোট পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে অন্তত ১৫ দিন তাঁকে বিশ্রাম নিতে হবে। এরপর চলবে রিহ্যাব। ফলে আগামী বেশ কয়েকটা ম্যাচ গার্সিয়া না খেলতে পারলে সেটা হাবাসের দলের কাছে বড় ধাক্কা হবে।ডেভিড উইলিয়ামসের গোলে গত ম্যাচে চেন্নাইকে হারালেও গত মরসুমের মতো ছন্দে নেই অজি স্ট্রাইকার।আইএসএলের শুরুতে গোল করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রয় কৃষ্ণ। তিনিও মাঝমাঠ থেকে সাপ্লাই পাচ্ছেন না। এরমধ্যে যদি এদু গার্সিয়া না খেলতে পারলে সেটা সবুজ-মেরুনের কাছে বড় ধাক্কা হতে পারে।
এবার খালিদ জামিলের দলের বিরুদ্ধে শুভাশিস না খেলতে পারলে হাবাস কোন স্ট্রাটেজি নিয়ে শুরু থেকে দল সাজাবেন সেটাই দেখার।