Home ভিডিও ‘এতদিনে কী বোধোদয় হল?’, রাজ্য সরকারকে কটাক্ষ শমীকের

‘এতদিনে কী বোধোদয় হল?’, রাজ্য সরকারকে কটাক্ষ শমীকের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: তিন সপ্তাহ পিছিয়ে গেল রাজ্যের চার পুরনিগমের ভোট। ১২ ফেব্রুয়ারি ভোট করার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। পুরভোট পিছনো নিয়ে রাজ্যের অনুরোধের পর শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানাল কমিশন।  এই ঘটনার জন্য কমিশনকে দোষারোপ করল পদ্মা শিবির।

আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ।শমীক ভট্টাচার্য বলেন, “মহামান্য আদালতের নির্দেশকে কার্যত মানল না নির্বাচন কমিশন।চার সপ্তাহ থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সেটা হল না। স্পষ্টভাবে বিজেপি আগেও দাবি করেছিল এখনও দাবি করছে এই নির্বাচনকে কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। ”

আরও পড়ুনঃ কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের ‘নেতাজি’থিমের ট্যাবলো বাদ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বললেন,”আজকে রাজ্য সরকার বলছে নির্বাচন পিছিয়ে দেওয়া যেতে পারে। এতদিনে কী বোধোদয় হল? সংক্রমণ যে মাত্রায় পৌঁছে গেছে আজকেও সংক্রমণের হার যেখানে মানুষ দেখতে পাচ্ছে।ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন সেদিন কী থাকবে সংক্রমণের হার তা এখন বোঝা যাচ্ছে না।”

আরও পড়ুনঃ ‘অভিষেকের মন্তব্যের বিরোধিতা প্লান্টেড,’ মন্তব্য শমীকের

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,” একটা অদ্ভুত পরিস্থিতি এই সরকার তৈরি করেছে। সরকারের আচরণে দ্বিচারিতা রয়েছে। সরকার কোভিডকে নিয়ন্ত্রন করতে তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।”

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment