কলকাতা টুডে ব্যুরো: একের পর এক কোভিড কোপে বিপর্যস্ত টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। এবার সপরিবার করোনায় আক্রান্ত অভিনেতা সোহম। বৃহস্পতিবার টুইট করে জানালেন সোহম।
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
টুইট করে তিনি লিখলেন,”আমি আর আমার পরিবারের বেশ কিছু সদস্য কোভিড পজিটিভ। আমরা সবাই বাড়িতেই আইসোলেশনে রয়েছি। প্রত্যেকে দয়া করে করোনাবিধি মেনে চলুন ও সুরক্ষিত থাকুন।”
আরও পড়ুনঃ ‘জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
টলি অভিনেতা সোহম জনপ্রতিনিধিও। তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। তাই সিনেমার কাজ ছাড়াও নানা কাজে ব্যস্ত থাকেন সোহম। বুধবারই সোহম গিয়েছিলেন চণ্ডীপুরের রামকৃষ্ণ মঠ পরিদর্শনে। সেখানে মহারাজদের সঙ্গে দেখা করে মঠের শ্রীবৃদ্ধি নিয়ে আলোচনাও করেন। তারপর বৃহস্পতিবার তিনি কোভিড পজিটিভ হন। ফলে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে কোভিড পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন অভিনেতা।
Topics
Soham Chakraborty Covid19 Vaccine Health Kolkata