Home খেলাধুলাক্রিকেট এবার নিশ্চয় পন্ত-পূজারা-অশ্বিনের গুরুত্ব বোঝা যাচ্ছে, নিন্দুকদের কটাক্ষ সৌরভের

এবার নিশ্চয় পন্ত-পূজারা-অশ্বিনের গুরুত্ব বোঝা যাচ্ছে, নিন্দুকদের কটাক্ষ সৌরভের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়া কার্যত ধরেই নিয়েছিল, সিডনি টেস্ট জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। কিন্তু টেকনিক, টেম্পারামেন্টের প্রদর্শনী, বিহারি, অশ্বিন, পন্ত, পূজারার মরিয়া লড়াইয়ে হারা ম্যাচ ড্র করে সিরিজ বাঁচিয়ে রেখেছে টিম ইন্ডিয়া। চার টেস্টের সিরিজ ১-১। আগামী শুক্রবার ১৫ জানুয়ারি ব্রিসবেনে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার চূড়ান্ত লড়াইয়ে নামবে আজিঙ্ক রাহানের ভারত। অজিরা চাইবে ট্রফি পুনরুদ্ধার করতে। সিডনিতে টেস্ট বাঁচানোর নতুন বীরগাথা লেখার পর নিন্দুকদের জবাব দিতে চাইলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সিডনি টেস্ট শেষ হওয়ার পরেই একটি টুইট করেন সৌরভ। টুইটার হ্যান্ডলে বিসিসিআই প্রেসিডেন্ট লেখেন, ‘এবার আশা করি বোঝা যাচ্ছে দলে পন্ত, পূজারা, অশ্বিনের গুরুত্ব কতটা! ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধে টেস্টে তিন নম্বরে ব্যাট করাটাও একটা বড় কাজ।’

অশ্বিনের নাম না করে সৌরভ টুইটে লিখলেন, ‘৪০০ টেস্ট উইকেট পাওয়াটা মামুলি ব্যাপার নয়। দারুণ লড়াই করেছে ভারত। এখন সিরিজটা জেতার সময়।’

আসলে পন্তের কিপিং, ব্যাটিং নিয়ে বার বার প্ৰশ্ন ওঠে। অশ্বিনও মাঝে মধ্যে দল থেকে বাদ পড়েছেন। পূজারাকে নিয়েও প্রশ্ন ওঠে। সৌরভ বুঝিয়ে দিতে চাইলেন সমালোচনা করার আগে যেন দুবার ভাবেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Comment