Home রাজনৈতিক এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল ত্রিপুরা আক্রান্ত তৃণমূল কর্মী মুজিবুল ইসলাম মজুমদারের

এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল ত্রিপুরা আক্রান্ত তৃণমূল কর্মী মুজিবুল ইসলাম মজুমদারের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল কর্মী মুজিবরম মজুমদার মৃত্যুহল।টানা প্রায় ৬ মাসের জীবনযুদ্ধে ইতি হল। গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মুজিবর ইসলাম মজুমদারের বাসভবনে একটি কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, ওইদিন বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়।

মুজিবরকে বেধড়ক মারধর করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও ৩জন তৃণমূল কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হনবলে অভিযোগ।অন্যদিকে বুধবার ত্রিপুরা রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আইন শৃঙ্খলা থেকে কর্ম সংস্থান সহ একাধিক ইস্যুতে ত্রিপুরায় আন্দোলন শুরু করছে তৃণমূল।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৫ দফা দাবীতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ। তৃণমূল সূত্রে খবর, সকাল ১১ টার সময় বিবেকানন্দ ময়দানের সামনে জমায়েত করা হবে। রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার চরম অবনতি, প্রতিনিয়ত মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন, ব্যাপকহারে বাড়িঘর দোকানপাট ভাঙচুর, লুটপাট, বিরোধীদলের কর্মী নেতাদের উপর আক্রমন, কাৰ্য্যালয় পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া, সাংবাদিক নিগ্রহ এবং সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত আক্রমন ও হেনস্থা তথা বাইক বাহিনীর দৌরাত্মের প্রতিবাদে এই অভিযান বলেই দাবি তাঁদের।

Related Articles

Leave a Comment