কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার ওলা উবের বাইক ট্যাক্সি চালকেরা রাজাবাজার মোড়ে বিক্ষোভ সভা করে। পাঁচ হাজার দশ হাজার টাকা ফাইনের সার্কুলার বাতিল করতে হবে, কিলোমিটার প্রতি সমস্ত গাড়িচালককে কুড়ি টাকা ভাড়া দিতে হবে, বর্ধিত হারে কমিশন কাটা চলবে না এই সমস্ত দাবি সামনে রেখে তারা রাজাবাজারে এই বিক্ষোভ দেখায়।
অন্যদিকে সপ্তাহের দ্বিতীয় দিনেই বিপত্তি। চাইলেও এক ক্লিকে মিলছে না ওলা-উবর। ফলে বিপাকে যাত্রীরা। সোমবার এক ক্যাব চালককে মারধর করার অভিযোগ ওঠে। যার জেরেই মঙ্গলবার শহর জুড়ে অ্যাপ ক্যাব চালক সংগঠনগুলি কর্মবিরতির ডাক দিয়েছে।
ওলা-উবর সংস্থার সঙ্গে চালক ও মালিক সংগঠনগুলির বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি অভিযোগ, যাত্রীদের থেকে প্রতিটা ট্রিপের জন্য যথেষ্ট টাকা নেয় সংস্থা। অথচ মালিক সংগঠনগুলিকে সেভাবে টাকা দেওয়া হয় না। ফলে গাড়ি চালিয়ে মুনাফা দূরের কথা উলটে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
পাশাপাশি চালকদের সঙ্গে দুর্বব্যবহারের অভিযোগে প্রতিবাদে ওলা-উবের বয়কটের ডাক। ডাক দিল রাজ্য অনলাইন ক্যাব অপারেটর গিল্ড।এই প্রতিবাদে সামিল হয়েছে আরও একাধিক সংগঠন।
Topics
Protest Agitation CITU Administration Kolkata