Home সংবাদসিটি টকস কনসালটেন্ট নিয়োগ নিয়ে টুইট করে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

কনসালটেন্ট নিয়োগ নিয়ে টুইট করে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কনসালটেন্ট নিয়োগ নিয়ে গত ২৮ ডিসেম্বরের প্রশ্নের এখনও মুখ্যমন্ত্রীর তরফে কোনও জবাব পাননি তিনি।শনিবার সকালে ফের টুইট করে মমতাকে খোঁচা রাজ্যপাল জাগদীপ ধনখড়ের।

শনিবারের সকালের টুইটে তিনি লেখেন, ইটে তিনি লেখেন, রাজ্য সরকারি দফতরে কনসালট্যান্ট নিয়োগ নিয়ে ২৮ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালেও তিনি কোনও উত্তর দেননি। সংবিধানের ১৬ নম্বর ধারা ভেঙে অস্বচ্ছ নিয়োগ হয়েছে। নিয়োগ পদ্ধতির তথ্য দিতে ব্যর্থ মুখ্যসচিবও।

 

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধনে ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কোভিড কালে অতিরিক্ত ডাক্তার নিয়োগ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল। সেই ইস্যুটিকে তুলে ধরেই প্রধানমন্ত্রীর সামনে রাজ্যপালকে জবাব দিলেন তিনি। মুখ্যমন্ত্রী যখন ‘নালিশ’ প্রধানমন্ত্রীকে তখন ঘাড় নাড়িয়ে তাতে সম্মতি দিতেও দেখা গিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “চিকিৎসক সঙ্কট রাজ্যে একটি ইস্যু। আরেকটি ইস্যু হল আইএএস অফিসার সঙ্কট। রাজ্যপাল আমাকে প্রশ্ন করেন আমি কীভাবে নিয়োগ করেছি? তিনি আদৌ জানেন না, আমি প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে নিয়োগ করেছি। অফিসার যদি না পাই তো আমি কী করব?”

 

আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো

প্রত্যেকদিনই স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাই রীতিমতো প্রশ্নের মুখে। যাঁরা কোভিডে আক্রান্ত হচ্ছেন বা হবেন, তাঁদের চিকিৎসা করবেন কে? সরকারি হাসপাতালগুলির চিকিৎসকরা প্রায় বেশিরভাগই আক্রান্ত। এই পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়ে রাজ্যপাল প্রশ্ন তোলায় ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, আজ মঞ্চও ছিল, ছিল সুযোগও। আর তারই সঠিক ব্যবহার করে প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপাল প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Comment