Home সংবাদবর্তমান আপডেট কমিশনের কাছে অবাধ ভোটের দাবি বাম-বিজেপির, নালিশ তৃণমূলের

কমিশনের কাছে অবাধ ভোটের দাবি বাম-বিজেপির, নালিশ তৃণমূলের

by Kolkata Today

কলকাতা, ২১জানুয়ারি: বুধবার কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সুনীল অরোরার নেতৃত্বে ফুল বেঞ্চ একদিকে যেমন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন, তেমনই রাজনৈতিক দলগুলির বক্তব্য আলাদা করে শুনছেন। সেইমতো বৃহস্পতিবার তৃণমূল, বিজেপি, সিপিএমের প্রতিনিধিদল দেখা করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। বাম-বিজেপি যেমন রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানাল, তেমন শাসকদল তৃণমূলের তরফে অভিযোগ করা হল, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে হবে বলে চাপ দিচ্ছে।

এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলের প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে নিয়ে কমিশনের সঙ্গে দেখা করেন। পরে বেরিয়ে এসে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা কমিশনকে জানিয়েছি, সীমান্তবর্তী এলাকায় বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে হবে বলে চাপ দিচ্ছে। তাঁরা বলেছেন, বিষয়টি দেখবেন।’

এদিন মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদল দেখা করে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। একটি সাত পাতার চিঠি দিয়েছে বিজেপি। তাতে বলা হয়েছে, ‘বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হবে কমিশনকে।’ মুকুল রায় আরও বলেন, গত লোকসভা ভোটেও দেখা গিয়েছিল বহু জায়গায় কাজ করতে দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীকে। একুশে যাতে তার পুনরাবৃত্তি না হয় তার দাবি জানিয়ে এসেছে বিজেপি।

সিপিএমের তরফে রবীন দেব, শমীক লাহিড়িরা কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে বলেন, ‘বাংলায় তৃণমূল জমানায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট সোনার পাথরবাটির মতো। মানুষ যাতে বিধানসভা ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার বন্দোবস্ত কমিশনকে করতে হবে। আমরা কমিশনকে জানিয়ে এসেছি বহু জায়গায় মৃতদের নাম তালিকায় রয়েছে। জীবিতদের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা দ্রুত স্ক্রুটিনি করতে হবে। আশা করি কমিশন এগুলো দেখবে।’

এদিকে, বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করে বলেছিলেন, ভোটার তালিকায় ৫ লক্ষ রোহিঙ্গার নাম ঢোকানো হয়েছে। এদিন দিলীপ ঘোষকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দিশেহারা ঘোষ রোহিঙ্গা নিয়ে অভিযোগ করেছেন। কিন্তু তাঁর জানা উচিত ভোটার তালিকা তৃণমূল বা রাজ্য সরকার তৈরি করে না, করে নির্বাচন কমিশন।’

Related Articles

Leave a Comment