Home ভিডিও ‘করোনাকালে গঙ্গাসাগরের মত উৎসব যথাসম্ভব ভাবে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ,’ফিরহাদ হাকিমের

‘করোনাকালে গঙ্গাসাগরের মত উৎসব যথাসম্ভব ভাবে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ,’ফিরহাদ হাকিমের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গঙ্গাসাগর মেলা পরিদর্শন ফিরহাদ হাকিমের।  সমস্ত ব্যবস্থা কতটা পাকা করা হয়েছে, সরেজমিনে তা দেখার জন্য এদিন গঙ্গাসাগরে পরিদর্শনে ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে লট এইট এবং তৎসংলগ্ন এলাকা কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর মেলা গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, করোনা সংক্রমনের মধ্যে গঙ্গাসাগরের মত বড় উৎসব যথাসম্ভব ভাবে সম্পন্ন করা রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ।মহামান্য  হাইকোর্টে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন।  তাই ১০০ শতাংশ না করা সম্ভব হলেও যাতে ৯০ শতাংশ মানুষকে সমানভাবে গঙ্গাসাগর মেলায় ধর্মীয় আচার আচরণ করে ফিরতে পারে, তা সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একদিকে যেমন রাজ্য প্রশাসন অন্যদিকে সংসদ নেতা মন্ত্রীরা ও বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা বিভিন্ন এলাকায় রয়েছেন, বলে এদিন জানালেন ফিরহাদ।

Topics

Gangasagar Mela Firhad Hakim Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment