Home ভিডিও করোনাকালে মানুষের পাশে থাকতে চালু হল বিজেপির বিবেক বাহিনী, কটাক্ষ তৃণমূল- বামেদের

করোনাকালে মানুষের পাশে থাকতে চালু হল বিজেপির বিবেক বাহিনী, কটাক্ষ তৃণমূল- বামেদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে শিরোনামে এসেছে সিপিএমের রেড ভলান্টিয়ার। হাসপাতালে ভর্তি থেকে ঘরে খাবার, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছিলেন বাম কর্মীরা। জনপ্রিয়তার কথা মাথায় রেখে কলকাতা পুরভোটে সেই রেড ভলান্টিয়ারদের প্রার্থীও করে সিপিএম। এবার নতুন বছরে কোভিড স্ফীতিতে রেড ভলান্টিয়ারের ধাঁচে ‘গেরুয়া বাহিনী’ নামাল বিজেপি।  বিজেপির বিবেক বাহিনী নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

সাধারণ মানুষের বিপদে আপদে চট জলদি পাশে দাঁড়ানোর জন্য বিবেক বাহিনী তৈরি করার কথা জানিয়েছে বিজেপি। বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই বিবেক বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করল বিজেপি।

আরও পড়ুনঃ রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট মুখ্যসচিব-ডিজিপির, অভিনব কায়দায় টুইট করে সরব রাজ্যপাল

মূলত এই মহামারী পরিস্থিতিতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। ডাক্তারি পরামর্শ, বাড়িতে খাবার, ওষুধ ইত্যাদি পৌঁছে সংক্রমিতদের বাড়িতে পৌঁছে দেবেন বিবেক বাহিনীর সদস্যরা। রাজ্য বিজেপির নতুন যুব সভাপতি হয়েছেন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বেই কাজ করবে এই বিবেক বাহিনী।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না,’ গঙ্গাসাগর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করেছেন তৃণমূল বামেরা। এদিন বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিবেক বাহিনী উদ্যোগকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী-মেয়র

বিজেপির এই উদ্যোগকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য করলেন যাদের সারা করোনাকালে বিবেক উদয় হল না আজ হঠাৎ করে বিবেক বাহিনীর মাধ্যমে কিভাবে তাদের বিবেক উদয় হলো এটা কি শুধুই মানুষকে পরিষেবা দেবার নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য এই প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী।

 

Topics

Samik Bhattcharya BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment