কলকাতা টুডে ব্যুরো: করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। নিজেই টুইটবার্তায় জানিয়েছেন।
টুইটারে রাজনাথ সিং লিখেছেন, ‘আজ হালকা লক্ষণ থাকায় আমি করোনাভাইরাসের পরীক্ষা করেছি। সেখানে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হোম কোয়ারেন্টাইনে আছি।’ সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের তিনি বিচ্ছিন্ন থাকারও করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও দৈনিক আক্রান্তের হার। ৫ জানুয়ারির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে মোট ৫৮,০৯৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর ঠিক পাঁচ দিন পর, ১০ জানুয়ারির সরকারি তথ্য বলছে ভারতে শেষ ২৪ ঘন্টায় নতুন করে ১,৭৯,৭২৩ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ, বিগত পাঁচ দিনে প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা।
আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’
এদিকে, করোনাযুদ্ধে নতুন অস্ত্র বুস্টার ডোজ। সোমবার থেকে দেশজুড়ে বুস্টার অথবা প্রিকশন ডোজ দেওয়া শুরু হল। প্রথমে দেওয়া হচ্ছে স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধারা।ষাটোর্ধ্বদেরও দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। ককটেল নয়, আগে যে ভ্যাকসিন পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ডোজই মিলবে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে।