কলকাতা টুডে ব্যুরো: সোমবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সঙ্গে শহরের বিভিন্ন বড় বড় বেসরকারি হাসপাতালের জরুরি বৈঠক হয়।বিভিন্ন বেসরকারি হাসপাতাল উদ্বেগ প্রকাশ করেছে তাদের চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন, তাতে অচিরেই পরিকাঠামো ব্যাপকভাবে ধাক্কা খাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
সিএমআরআই-তে আক্রান্ত ৩৭, বিএম বিড়লা হাসপাতালে আক্রান্ত ১৬,মেডিকা হাসপাতালে ৫২জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত,মুকুন্দপুর AMRI-তে আক্রান্ত ৬ ঢাকুরিয়া AMRI-তে আক্রান্ত ২২, সল্টলেক AMRI-তে আক্রান্ত ৯। বেলভিউ হাসপাতালে আক্রান্ত ২৮
কলম্বিয়া এশিয়া হাসপাতালে ২১জন করোনা আক্রান্ত , রুবি হাসপাতাল আক্রান্ত ১১, উডল্যান্ড হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত খারাপ, সেখানে ৬৪ জন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে বেশিরভাগই নার্স হওয়ায় পরিস্থিতি ভয়ানক। চার্নক হাসপাতালে ২৯ জন করোনা আক্রান্ত।
আরও পড়ুন : রাজ্যে করোনায় দৈনিক আক্রান্ত ৬,০৭৮,কলকাতায় আক্রান্ত ২,৮০১
সোমবার স্বাস্থ্যদফতরের করোনা বুলেটিন অনুসারে রবিবার রাজ্যে ৬,০৭৮ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যা গতকালের তুলনায় সামান্য কম। তবে রবিবার রাজ্যে পরীক্ষা হয়েছে মাত্র ৩১,০৩০টি নমুনা। এদিন ফের লাফিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। রবিবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ছিল ১৯.৫৯ শতাংশ। যা শনিবারের থেকে প্রায় ৪ শতাংশ বেশি।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata