Home ভিডিও করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত

করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বেড়েছে সংক্রমণ। শুধু কলকাতা নয় পাশাপাশি জেলায়ও বেড়েছে আক্রান্তের সংখ্যা। নতুন করে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজারের বেশি। এই পরিস্থিতিতে লাগাম ছাড়া সংক্রমণ রোধে সক্রিয় হল প্রশাসন।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো

দক্ষিণ শহরতলীর মহেশতলা, বজবজ এবং পুজালী পৌরসভা এলাকায় ৮ ই জানুয়ারি অর্থাৎ শনিবার মঙ্গল, বৃহস্পতি এবং শনি বার, সপ্তাহের এই তিন দিন সম্পূর্ণরূপে বাজার এবং দোকানপাট বন্ধ থাকবে এমনই নির্দেশিকা জারি করা হল।মহকুমা শাসকের নির্দেশমতো বলে জানাচ্ছেন পৌরসভা কর্তৃপক্ষ। ৩ পৌরসভা এলাকাতেই বাজার এবং দোকান-পাট বন্ধ আছে। চলছে পুলিশি নজরদারি।

আরও পড়ুনঃ কনসালটেন্ট নিয়োগ নিয়ে টুইট করে ফের মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এই নতুন করে আংশিক লকডাউন পরিস্থিতিতে যদি কোন দুস্থ পরিবারের কোন রকম খাবারের সমস্যা হয় তার জন্য খাদ্যশস্য বিলির পরামর্শ দেওয়া হয়েছে পৌরসভা গুলিকে। বিধি ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন থানা এলাকায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। চলছে পুলিশের মাইকিং।

পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে মাস্ক এর ব্যবহার এবং দূরত্ব বজায় রাখার আবেদন জানানো হয়েছে পৌরবাসীর উদ্দেশ্যে।

Topics

Bengal  Covid19  Vaccine   Health  Kolkata

Related Articles

Leave a Comment