কলকাতা টুডে ব্যুরো: ২৫ ডিসেম্বরের আগে থেকেই পার্ক স্ট্রিট আলোয় আলোয় সেজে ওঠে। তাই উৎসবের মরশুমে বহু মানুষ ভিড় জমান শহরের প্রাণকেন্দ্রে। তিলধারণেরও যেন জায়গা থাকে। চলতি বছর ক্রিসমাস ইভে সে দৃশ্যের সাক্ষী ছিল তিলোত্তমা। বড়দিনের মতো একইরকম ভিড় বর্ষশেষের রাতেও হওয়ার আশঙ্কা ছিলই। কলকাতা পুলিশের তরফে তাই আগেভাগেই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
পার্ক স্ট্রিট আজ আর ‘ওয়াকিং স্ট্রিট’ নয়। ফুটপাথ ছাড়া অবাধে পায়ে হেঁটে পার্ক স্ট্রিটে ঘুরতে পারছেন না কেউই। কারণ, পার্ক স্ট্রিটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক যানচলাচল। নয়া নির্দেশিকা কেউ মানছেন কিনা, তা খতিয়ে দেখতে পথে মোতায়েন অন্তত ৩ হাজার পুলিশকর্মী। ডিসি পদমর্যাদার পুলিশকর্মীরাও রয়েছেন।
আরও পড়ুনঃ ‘নতুন পাম্পিং স্টেশন করে জল জমা সমস্যা দূর করা হবে,’ সাংবাদিক সম্মেলনে বললেন ফিরহাদ
দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পথে নেমে নিজের দায়িত্ব সামলালেন নতুন নগরপাল বিনীত কোয়েল। তিনি খোদ পার্কস্ট্রিটে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমানকে সত্যি করে রাজ্যে বাড়ছে সংক্রমণ এবং বলা বাহুল্য কলকাতায় সংক্রমণ সবথেকে বেশি। এই পরিস্থিতিতে পার্ক স্ট্রিট চত্বরে ভিড়ে রাশ টানতে পদক্ষেপ নিল পুলিশ। বড়দিনের চেয়ে নিয়মবিধি অনেকটাই আলাদা হয়ে গেল ইংরেজি বর্ষবরণের রাতে।
Topics
New Year Celebration Park Street Administration Kolkata