কলকাতা টুডে ব্যুরো: পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই সেখানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৭০ জন সংক্রমিত হয়েছেন। যাঁদের রিপোর্ট পজেটিভ এসেছে, তাঁরা আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে অনুমান করা হচ্ছে পরবর্তী রিপোর্ট এলে, আরও অনেকেরই সংক্রমণ ধরা পড়বে। সেই কারণে কীভাবে হাসপাতালে রোগী পরিষেবা দেওয়া যাবে, তা নিয়ে চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১
দিন দুয়েক আগেই আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা সংক্রমণের চিত্রটা সামনে এসেছিল। কলেজের অধ্যক্ষ, লেডিজ হস্টেলের সুপার, ডেন্টাল কাউন্সিলের সভাপতি রাজু বিশ্বাস-সহ ২৭ জনের বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে এসেছিল। করোনা সংক্রমিত হয়েছিল লেডিজ হস্টেলের সুপারের ১৪ বছরের মেয়েও। একসঙ্গে ২৭ জনের বেশি করোনা আক্রান্ত হওয়ায় হটস্পট হিসেবে ডেন্টাল কলেজকে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন : রাজ্যে করোনা আক্রান্ত ৬১৫৩ জন,কলকাতায় দৈনিক সংক্রমণ ৩,০০০ পার করল
একাধিক সরকারি হাসপাতালে কোভিড কোপ। চিত্তরঞ্জন শিশু সেবা সদনে করোনা বাড়ছে হু হু করে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৬ জন।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
রবিবার সকালেই জানা গিয়েছিল চিত্তরঞ্জন শিশু সেবা সদনে ২৪ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যাটাই সন্ধ্যায় বেড়ে ৩৬ হয়ে গেল! এই ৩৬ জনের মধ্যে জুনিয়র চিকিৎসক রয়েছেন ২৪ জন। মেডিক্যাল অফিসার রয়েছেন ৪ জন। সিনিয়র চিকিৎসক রয়েছেন ২ জন। অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন ২ জন। এছাড়াও ৩ জন নার্সিং স্টাফ ও ১ জন অফিস স্টাফ এই মুহূর্তে কোভিড পজিটিভ।
Topics
Covid19 Omicron Vaccine Health Kolkata