Home সংবাদবর্তমান আপডেট করোনার বাড়বাড়ন্ত, বাতিল করা হল ‘দুয়ারে সরকারে’-র ক্যাম্প

করোনার বাড়বাড়ন্ত, বাতিল করা হল ‘দুয়ারে সরকারে’-র ক্যাম্প

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বাতিল সোমবার থেকে শুরু হতে চলা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পও। জেলায় জেলায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে, আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী!’ আক্রমণ শমীকের

কোভিড মোকাবিলায় কড়া বিধিনিষেধের ভাবনা রাজ্য সরকারের। ৩ জানুয়ারি থেকেই রাজ্যে কড়া বিধিনিষেধ জারির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ করোনার জের ,কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়াল

পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তিনদিনে দৈনিক সংক্রমণ বেড়েছে তিনগুণ! স্বাস্থ্য দফতরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ১২৮। বুধবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৯ জন। সপ্তাহের শুরুতে সোমবার এই সংখ্যাটা ছিল মাত্র ৪৩৯।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

এক সপ্তাহের মধ্যে রাজ্যে তৃতীয় ঢেউ আসতে পারে। এই প্রেক্ষাপটে করোনা সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তা দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি,উধাও হতে পারে শীত

রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৪৫১ জনের মধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন প্রায় দু’হাজার। কলকাতায় সংক্রমণের গ্রাফটাও যেভাবে ওপরের দিকে উঠছে, তাতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

Topics

Covid19 Omicron  Vaccine Administration Kolkata

Related Articles

Leave a Comment