Home ভিডিও ‘করোনার মৃত পরিবারের আবেদন সঠিক সাংখ্যার সাথে মিল নেই ,’ অভিযোগ শমীক ভট্টাচার্যর

‘করোনার মৃত পরিবারের আবেদন সঠিক সাংখ্যার সাথে মিল নেই ,’ অভিযোগ শমীক ভট্টাচার্যর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে । করোনার মৃত পরিবারের আবেদন সঠিক সাংখ্যারসাথে মিল নেই ।আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি রাজ্য সরকার দিচ্ছে না । এই অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বললেন,” রাজ্য সরকার কতজন মৃত্যু পরিবারে কাছে টাকা বা চাকরি দিয়েছে ? আমরা দাবি করছি , শ্বেত পত্র প্রকাশ করা হোক ।” বহু জায়গায় টেষ্ট হচ্ছে না বলেও অভিযোগ করেন শমীক ভট্টাচার্য ।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

অভিষেকের মন্তব্য টেনে তিনি কটাক্ষ করে বললেন ,”অভিষেক বললেন , পজেভিটি রেট তিরিশ শতাংশ কমাতে হবে । তারপর থেকে এই রাজ্যে করোনা টেষ্ট কমিয়ে দেওয়া হয়েছে । কটা অস্কিজেন‌ প্লান্ট হয়েছে এই রাজ্যে ? অথচ পিএম ফান্ড থেকে রাজ্য টাকা পেয়েছে ।

আরও পড়ুনঃ ‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের

করোনার জন্য সব সরকারি হাসপাতালে অন্য অসুখের চিকিৎসা বন্ধ হয়ে গেছে । এই সব বাদ দিয়ে এখন ট্যাবলো বিতর্ক করছে রাজ্য । ” নাইস বলেছে , “রাজ্য সরকার থেকে মাত্র এক হাজার টেষ্ট করতে পাঠানো হচ্ছে ।” হলদিয়ায় যা হয়েছে তা তৃনমূল পারিবারিক বিষয় । কোন ইমেজ ধরে রাখার জন্য নয় । লেনদেনের পাইপ লাইনে কোন ঝামেলা হয়েছে । তাই গ্রেপ্তার হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ ,”আই এ এস , যুক্তরাষ্ট্রের কাঠামো কে আঘাত করছে মমতা বন্দ্যোপাধ্যায় । এর ফলে সব চেয়ে বেশী ক্ষ্যতি হচ্ছে এই রাজ্যের আই এ এস অফিসারদের । তাদের ক্যেড়িয়ার নষ্ট হচ্ছে । বনগাঁ বিধায়ক যা বলেছেন , তা মনের ক্ষোভ । কতদিন আর আমরা শহীদ বেদীতে মালা চড়াব । গত দশ বছরে কল্যান বন্দ্যোপাধ্যায়কে কতটাকা রাজের সরকারের দিয়েছে – তা প্রকাশ করা হোক । আর কত মামলা জিতেছেন , তাও প্রকাশ করা হোক ।” মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন,” ভারতীয় পরিষদ ব্যবস্থা কে একটা হাস্যকর জায়গা নিয়ে যাচ্ছে তৃনমূল । উনি মুখ্যমন্ত্রী কাছ থেকে পতাকা নিয়েছেন । এটা ভুলে যাবেন না । আমরা যে কোন মূল্যে মুকুল রায় কে পি এস সি চেয়ারম্যান পদে থাকতে দেবো না । তাকে বিধায়ক ও থাকতে দেবনা ।”

 

Topics

Samik Bhattcharya BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment