কলকাতি টুডে ব্যুরো: করোনা আক্রান্তদের এবার বাড়িতে তৈরি খাবার পৌঁছে দেওয়া হবে। আজ থেকে নতুন এই পরিষেবা চালু করল রাজ্য সরকার । রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে এই কাজ হবে। ফোন করে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা ফেসবুকের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে করা যাবে খাবারের বুকিং। সকাল ৯’টার মধ্যে অর্ডার দিতে হবে। ঠিকানা ও ফোন নম্বর সহ।
7001376076, 6290225859 এবং 9163123556 নম্বরে অর্ডার দিতে হবে। আপাতত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ জনই এই সুবিধা পাবেন। খাবার তৈরির ক্ষেত্রে কোভিড বিধি মানা হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা হবে। খাবারের প্যাকেট যথাযথ স্যানিটাইজও করা হবে।
আরও পড়ুনঃগঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ
এর আগে লকডাউনের সময় রাজ্যে গরিবদের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল সরকার। এবারও তাই করা হল। এজন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। খবর, প্যাকেট করে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করার কথা জেলাশাসকদের বলা হয়েছে।