কলকাতা টুডে ব্যুরো:গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। চিকিৎসার জন্য এসএসকেএম থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। গ্রিন করিডোরেই বেসরকারি হাসাপাতালে স্থানান্তর করা হয় শিল্পীকে।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
বর্ষীয়ান গায়িকার শরীরটা গত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না, রয়েছে ফুসফুসে সংক্রমণ। বুধবার রাত থেকে পরিস্থিতির অবনতি হয়, জ্বর বাড়ছিল। ছিল শ্বাসকষ্টও। বুধবারই করোনা পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তড়িঘড়ি সন্ধ্যা মুখোপাধ্যায়কে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। করোনা রিপোর্ট পজিটিভ, ফুসফুসের সংক্রমণের পাশাপাশি হৃদযন্ত্রেও সমস্যা রয়েছেন ৯০-এর গণ্ডি পার করা গায়িতার। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় অ্যাপোলোতে।
Topics
Sandhya Mukherjee Singer Covid19 Health Kolkata