কলকাতা টুডে ব্যুরো: করোনা আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ফোনে মমতা সুকান্ত শারীরিক অবস্থার খবর নেন।
বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হননি রাজ্য বিজেপি সভাপতি। শনিবার দলের বেশ কয়েকটি বৈঠক ভার্চুয়াল মাধ্যমে করেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। শনিবার রাত থেকেই বেশ অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করা হয় তাঁর। রবিবার রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজেটিভ। এরপরেই পরিবারের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুনঃ মলদ্বিপে ভেজা শরীরে উষ্ণতা ছড়াচ্ছে দিশা পাটানি
বিজেপি সূত্রে খবর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার সন্ধে ৭টা নাগাদ ভর্তি করা হয়। তাঁর শরীরে আচমকাই অক্সিজেনের মাত্রা অনেকটা নেমে যাওয়াতেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। বেশ কয়েকদিন ধরেই মৃদু জ্বর ও সর্দি ছিল সুকান্তের।