Home সংবাদসিটি টকস করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা

করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এবার করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে রয়েছেন সানা। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের আরও তিন সদস্যের করোনা ধরা পড়ে। সকলেই রয়েছেন আইসোলেশনে।

কিছু দিন আগেই নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ। এরপর নিজে বেশ কয়েকদিন হাসপাতালেও ছিলেন মহারাজ। এরই মধ্যে মঙ্গলবার সকালে জানা যায়, সৌরভের ছোট কাকা সিএবি কোষাধক্ষ্য, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সামান্য উপসর্গ থাকায় ডাক্তার সপ্তর্ষি বসুর পরামর্শে হোম আইসোলেশনে রয়েছে সানা। পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ ছিলেন সানা।

Topics

Sourav Ganguly Sana  Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment