কলকাতা টুডে ব্যুরো: করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান । মঙ্গলবার সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সেই কথা।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুজান লেখেন, ‘২ বছর ধরে কোভিডকে কাটিয়ে আসতে আসতে, তৃতীয় বছরে ২০২২-এ এসে জেদি ওমিক্রন ভ্যারিয়েন্ট শেষমেশ আমার ইমিউন সিস্টেম ভেদ করে ঢুকেই পড়ল। গতরাতে করোনা পজিটিভ জানতে পেরেছি। দয়া করে সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। এটি খুবই সংক্রামক।’
আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের এবার বাড়িতে তৈরি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার
সোমবাারই হৃত্বিক রোশনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়, গ্রীক গডের বার্থ ডে বলে কথা, পরিবার থেকে থেকে শুরু করে পরিজন, সকলেই এদিন নিজের মত করে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন তাঁকে। তবে সুপারস্টারের পরিবার বলতে এখন সেই তালিকাতে পরে না সুজান খান , কিন্তু ১০০ শতাংশ তা সঠিক তথ্য নয়, কারণ বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও সন্তানদের মুখ চেয়ে তাঁরাা বন্ধুত্বের সম্পর্কেই ছিলেন।