Home সংবাদসিটি টকস করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও ফের করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু

করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও ফের করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই নিয়ে রাজ্যের দমকলমন্ত্রী দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। সূত্রের খবর, এই মুহূর্তে তাঁর শারীরিক কোনও সমস্যা সেভাবে নেই। উল্লেখ্য, ২০২০ সালেও করোনা আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু। জানা যাচ্ছে করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন তিনি।

এদিকে রাজ্যের দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছিলেন ১৮,২১৩ জন। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রীর করোনাভাইরাস হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, তাঁর দুই গাড়ি চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ CNCI-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যপাল প্রসঙ্গেও তোপ দাগলেন মমতা

এদিকে কোভিড পরিস্থিতি এই মুহূর্তে কালীঘাটের বাড়ি থেকেই অফিস করছেন মুখ্যমন্ত্রী। এবং কোভিড নিয়ে কোনও গুজব যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উল্লেখ্য, শহরে এই মুহূর্তে যেই হারে সংক্রমণ ছড়াচ্ছে তা নিয়ে যথেষ্টই উদ্বেগ বেড়ে গিয়েছে স্বাস্থ্য দফতরেরও। ইতিমধ্যেই আরও কড়া হয়েছে পুলিশ ও প্রশাসন। কলকাতা সহ জেলায় জেলায় মাস্ক  বিতরণ এবং মাইকিয়ে সচেতনতা বাড়ানো চলছে, তবুও অনেকের এখনও হুঁশ ফেরেনি বলেই দাবি রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Comment