Home ভিডিও করোনা টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ভেদাভেদের অভিযোগে ফের সরব হলেন ফিরহাদ

করোনা টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ভেদাভেদের অভিযোগে ফের সরব হলেন ফিরহাদ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ফের করোনার টিকা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুললেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি এদিন অভিযোগ করেন অন্যান্য রাজ্যের যত টাকা পাঠানো হচ্ছে বাংলাকে তার তুলনায় অনেক কম টিকা দেওয়া হচ্ছে। বাংলা থেকে গুজরাটের অনেক কম সেই তুলনায় বাংলাতে গুজরাটের থেকে অনেক কম টিকা পাঠিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে তারপর মোদি অর্থাৎ কেন্দ্র সরকার থেকে টাকা পাঠানো হয়েছে।

Topics

Firhad Hakim BJP  TMC Administration Kolkata

Related Articles