কলকাতা টুডে ব্যুরো: করোনার চোখ-রাঙানিতে চিন্তিত প্রশাসন। লাগাম টানতে ইতিমধ্যেই বিধি নিষেধ করেছে সরকার। বঙ্গে লাফিয়ে লাফিয়ে করোনার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার সঙ্গে করো না নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের পালাও অব্যাহত শাসক বিরোধীদের মধ্যে। রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও নবান্ন স্পনসরড তৃতীয় ঢেউ পশ্চিমবঙ্গে চলছে। রবিবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এভাবেই মমতার সরকারকে আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস
শমীক বলেন,”নবান্ন স্পনসরড কোভিডের থার্ড ওয়েভ আজকে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের সতর্কতা, রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সতর্কতা, বিশেষজ্ঞদের সতর্কতা উপেক্ষা করে আমরা যে চিত্র দেখলাম গত দু’তিন দিনে। পার্কস্ট্রিটের জনপ্লাবন দেখে মনে হচ্ছিল যিশুখ্রিস্ট ওখানেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন। কোথাও কোনও বিধিনিষেধ নেই। ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও বিভিন্ন জায়গায় শাসকদল পরিচালিত মেলা ও খেলা প্রমাণ করে দিল এই মুহূর্তে করোনা রাজ্য সরকারের অগ্রাধিকার নয়। এই সরকার আগেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিক ছিল না।”
আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন
তিনি বলেন, “লোকাল ট্রেন কমলে বাসে ভিড় বাড়বে। সরকারি বাসের সংখ্যা কম। বহু বেসরকারি বাস বসে রয়েছে। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস চালানো যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করে দাম কমিয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে বহু রাজ্য সরকার জ্বালানির ওপর আংশিক কর প্রত্যাহার করেছে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ।রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও নবান্ন স্পনসরড তৃতীয় ঢেউ পশ্চিমবঙ্গে চলছে।”
আরও পড়ুন : করোনার থাবা শহরের একাধিক সরকারি হাসপাতালে, কপালে চিন্তার ভাঁজ স্বাস্থ্য বিভাগের
অন্যদিকে বিরোধীদের পাল্টা জবাব দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।কলকাতা, মুম্বই, আহমেদাবাদ ও চেন্নাইয়ে করোনা সংক্রমণের হার উল্লেখ করে রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু।করোনা সংক্রমণের সাম্প্রতিক ঢেউকে নবান্ন মেড করোনা বলে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রিসমাস, নববর্ষ ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের ভিড়ের কথা উল্লেখ করে টুইটে কটাক্ষ করেছেন শুভেন্দু। জনস্বাস্থ্যে অব্যবস্থায় এগিয়ে বাংলা বলেও কটাক্ষ করেছেন শিশিরপুত্র।
আরও পড়ুন : রাজ্যে করোনা আক্রান্ত ৬১৫৩ জন,কলকাতায় দৈনিক সংক্রমণ ৩,০০০ পার করল
শুভেন্দু অধিকারীর দিকে পাল্টা তোপ দেগেছেন মেয়র ফিরহাদ হাকিম। ‘অর্ধশিক্ষিতের মতো কথা বলছেন শুভেন্দু। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি করোনা হচ্ছে না! সারা ভারতবর্ষে করোনা হচ্ছে। যে ঢেউটা এসেছে তাতে সারা পৃথিবীতে করোনা হচ্ছে। সারা বছর সব বন্ধ করে রাখলে মানুষ বাঁচবে কী করে? কোভিডে মৃত্যুর হার খুব কম। সব বন্ধ করে দিলে মানুষ তো না খেয়ে মারা যাবে। যারা দিন আনে দিন খায় তাদের কী হবে? তাদের কী ব্যবস্থা হবে তা ভেবে সিদ্ধান্ত নিতে হয়। এদের তো তা নেই। ‘, শুভেন্দুকে এভাবেই পাল্টা কটাক্ষ করলেন ফিরহাদ।
করোনা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ কমিটি গঠন নিয়ে দিলীপ ঘোষের পরামর্শ নিয়েও সরব হন ফিরহাদ হাকিম। তিনি বলেন, কেন্দ্র সরকারের এনিয়ে একটি কমিটি রয়েছে। তারা পরামর্শ দিচ্ছে। এরপরও স্বাস্থ্যভবনে বিশেষজ্ঞরা রয়েছেন। তারাও পরামর্শ দিচ্ছেন। দিলীপ ঘোষ বা শুভেন্দু এমন মনে করছেন শুধু পশ্চিমবঙ্গে করোনা হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশে এটা হচ্ছে। বরং ভারতের অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে এসেছে। এই শুভেন্দুরা এতবেশি দিল্লি যাতায়াত করে যে এরাই নিয়ে আসছে এসব।
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata