Home ভিডিও ‘করোনা পরীক্ষা করাতে এসে যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব’, বললেন ফিরহাদ

‘করোনা পরীক্ষা করাতে এসে যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব’, বললেন ফিরহাদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । বুস্টার ডোজ-এর চাহিদাও তুঙ্গে, এর মধ্য বুস্টার ডোজ এর জন্যে টোকেন পদ্ধতি শুরু করল কোলকাতা পুরসভা । বর্তমানে কলকাতায় ২৯ টি কনটেইনমেন্ট জোন  রয়েছে। তবে পরিস্থিতি পাল্টাচ্ছে। ধীরে ধীরে ফের কাজে ফিরতে শুরু করেছেন চিকিৎসকরা। এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

যদিও অনেক জায়গায় করোনা পরীক্ষা নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ কেএমসি-র অনেক পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষা করতে পারছেন না। যদিও এই অভিযোগ উড়িয়েছেন মেয়র।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন করা হয়েছে। টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রিপোর্ট আসতে বিলম্ব হচ্ছে। আগামী দু-সপ্তাহের মধ্যেই করোনার সংক্রমণের গ্রাফ কমবে শহরে। যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব। চিকিৎসকরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।’

আরও পড়ুনঃ গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী

এদিকে, কলকাতা পুরসভার প্রায় ১ হাজার কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রায় ২৫০ জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম-মৃত্যু সংশাপত্র বিভাগের ২২ জন কর্মীর মধ্যে, ১৪ জন সংক্রমিত। এই অবস্থায়, আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া। তবে, এই সংক্রান্ত নথি জমা নেওয়ার জন্য মঙ্গলবার রক্সি সিনেমা হলের দিকে, একটি কাউন্টার খোলা হয়েছে।

Topics

Firhad Hakim  Covid19 Vaccine Health  Kolkata

Related Articles

Leave a Comment