কলকাতা টুডে ব্যুরো: এবার করোনা রোগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ক্ষেত্রেও নির্দেশিকায় বদল আনল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
জানা গিয়েছে, মৃদু উপসর্গযুক্ত রোগীদের শর্তসাপেক্ষে এক সপ্তাহ পরেই ছুটি দেবে হাসপাতাল। এর পাশাপাশি যেসব রোগীদের তিনদিন ধরে জ্বরের কোনও উপসর্গ নেই তাদেরও ছুটি দেওয়া হবে বলেই জানা গিয়েছে। উপসর্গযুক্ত আক্রান্তকে অক্সিজেন দিতে হচ্ছিল। এক্ষেত্রে পরপর তিনদিন বাইরে থেকে অক্সিজেন না দিয়েও দেহে অক্সিজেনের মাত্রা যদি ৯৩ শতাংশের উপরে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ছুটির কথা বলা হয়েছে নির্দেশিকায়।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেনশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে।এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না।
মৃদু উপসর্গ ছাড়াও যাদেরh কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।
যে সমস্ত করোনা রোগীদের অক্সিজেনের সাহায্য প্রয়োজন, তাদের ক্ষেত্রে আইসোলেশন কবে শেষ হবে, তা স্থির করবেন চিকিৎসকরা
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata