Home সংবাদ ‘কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ,’ বাবুল সুপ্রিয়

‘কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ,’ বাবুল সুপ্রিয়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উপনির্বাচনের প্রচারের তালিকা বেরোনোর পর থেকেই উঠছিল। এই তারকা তালিকায় সদ্য তৃণমূল কংগ্রেসে যুক্ত ঝলমলে তারকা নাম বাবুল সুপ্রিয় কেন অনুপস্থিত। এবার সেই প্রশ্নের উত্তর দিতে সরব হলেন খোদ বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই টুইট করলেন তিনি।
আসানসোলের সাংসদ তাঁর ট্যুইটে লেখেন, ‘‘কোনও রকেট সায়েন্সের বিষয় তো নয় এটা। দয়া করে বুঝুন, আমি এখনও বিজেপি সাংসদ।’’ এর পরেই তিনি আরও লিখেছেন, ‘‘গতকালই সম্মাননীয় স্পিকার মহাশয়কে একটি চিঠি দিয়ে কিছু সময় চেয়েছিলাম যাতে আমি পদত্যাগপত্র জমা দিতে পারি নিয়ম মোতাবেক। কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ।’’
৩০ অক্টোবর গোসাবা, শান্তিপুর, খড়দা ও দিনহাটায় উপনির্বাচন। তৃণমূলের প্রকাশিত তারকা প্রচারকদের তালিকায় এবার নাম রয়েছে দেব, মিমি চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীর মতো অনেকেই।তাঁর তৃণমূলে অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই এই ট্যুইট করে বাবুল সুপ্রিয় বস্তুত দল ও তাঁর মধ্যে বোঝাপড়া যে জোরদার রয়েছে সে বার্তাই দিতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


 
Topics
Mamata Banerjee  Babul Supryo  BJP  TMC  Administration  Kolkata

Related Articles

Leave a Comment