কলকাতা টুডে ব্যুরো: কলকাতা সহ দক্ষিণবঙ্গে রোজই তাপমাত্রা নিম্নমুখী৷ করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যে বেশ কয়ে তাপমাত্রা নিম্নমুখী৷ করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মধ্যে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হু হু করে শীত ৷ দাপট দেখাতে শুরু করেছে শীতকাল ৷
আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর
আগামী পাঁচ দিন দুই বঙ্গেই পরিষ্কার আকাশ বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এদিন জানানো হয় যে ঠান্ডা আমরা এই মুহূর্তে পারছি আগামী 48 ঘণ্টা পর্যন্ত সেই ঠান্ডা থাকবে। মঙ্গলবার তাপমাত্রা সর্বনিম্ন 12.6। আগামী 6 তারিখ পর্যন্ত কলকাতার তাপমাত্রা এর আশে পাশে থাকবে। জেলাতে আরেকটু কম থাকবে।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩
তবে 48 ঘন্টা পর থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বারবে কারণ উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্জা আছে। উত্তর-পশ্চিম দিকে শীতল হাওয়া বাধা পাচ্ছে । আর একটি পশ্চিমী ঝঞ্জা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে ।এছাড়া আগামী তিনদিন উত্তর ভারতে ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দুই বর্তমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া তে কুয়াশার প্রভাব থাকবে। বাদবাকি জেলাতে হালকা কুয়াশার প্রভাব থাকবে।
Topics
Sanjeev Banerjee DDGM Alipore Weather Office Rainfall Winter Administration Kolkata