কলকাতা টুডে ব্যুরো:রাজ্যপালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।অভিযোগ, রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন। এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে বাধা দিচ্ছেন তিনি। সে কারণেই তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
তাঁর প্রশ্ন, রাজ্যপাল কেমন করেন সংবিধান বহির্ভূত কাজ করেন? এক্তিয়ারের বাইরে গিয়ে কীভাবে তিনি সরকারি কাজে বাধা দিতে পারেন? এই সব প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। এই মামলায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের পাশাপাশি রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রককেও পক্ষ করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিভিন্ন ইস্যুতে টুইট-পালটা টুইট নতুন কোনও ঘটনা নয়। তবে এবার চরমে উঠেছে সংঘাত। রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ব্লক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “উনি প্রতিদিন একটা করে টুইট করে কখনও অফিসারদের, কখনও আমাকে গালাগালি দিচ্ছেন। অসাংবিধানিক কথাবার্তা বলছেন। আমাদের নির্দেশ দিচ্ছেন। তার মানে আমরা বন্ডেড লেবার। আমরা কি রাজ্যপালের কেনা গোলাম? তিনি হয়ে গিয়েছেন সুপার পাহারাদার। প্রতিদিন ওনার টুইট দেখে আমার বিরক্ত লাগে। উনি এমন এমন টুইট করেন যা অমানবিক। তাই ব্লক করলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি।” এবার সেই লড়াই পৌঁছে গেল আদালতে।
Topics
High Court Governor Jagdeep Dhankhar Administration Kolkata