Home খেলাধুলাক্রিকেট কাল হতে পারে সৌরভের অ্যাঞ্জিওগ্রাম, খোঁজ নিলেন অমিত শাহ

কাল হতে পারে সৌরভের অ্যাঞ্জিওগ্রাম, খোঁজ নিলেন অমিত শাহ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই বাংলায় বিজপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অমিত শাহ।

এদিন দুপুরে বেহালার বাড়ি থেকে গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। সেখানে চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডলের পর্যবেক্ষণে রয়েছেন। ক্যাথ ল্যাবে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সৌরভের। করা হয় ইকো কার্ডিয়োগ্রাম। ইকো এবং ইসিজি-তে সমস্যা ধরা পড়েছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিয়োগ্রাম হবে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাকি দুটি ব্লকেজে স্টেন্ট কবে বসানো হবে তা দ্রুত ঠিক করবেন চিকিৎসকরা। হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সৌরভের সমস্ত শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণে রয়েছে। হার্টের চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকছেন মহারাজ।

এর আগে গত ২ জানুয়ারি জিম করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেইসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তাঁর বুকের আর্টারিতে একটি স্টেন্ট বসানো হয়। আরও দু’টি স্টেন্ট বসানোর কথা রয়েছে। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান সৌরভ। সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘জীবন ফিরে পেলাম।’ তারপর তিন সপ্তাহ কাটতে না কাটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন মহারাজ।

Related Articles

Leave a Comment