কলকাতা টুডে ব্যুরো: ফের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলেট নিয়ে চাপান উতোর শুরু হলো রাজ্য কেন্দ্রের।সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির রাজপথে দেখা যাবে না বাংলার ট্যাবলো। কী কারণে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে এখনও কেন্দ্রের তরফে রাজ্যকে কোনও চিঠিও দেওয়া হয়নি। কিন্তু এ সংক্রান্ত প্রতিরক্ষামন্ত্রকের সাম্প্রতিক বৈঠকে ডাক পাননি বাংলার প্রতিনিধিরা। যা থেকে কার্যত স্পষ্ট সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে দেখা মিলবে না বাংলার ট্যাবলোর।
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
এবার সাধারণতন্ত্র দিবসের থিম, “আজাদি কা অমৃত মহোৎসব।” স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই থিম কেন্দ্রের। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফোকাস ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। এখানেই উঠছে প্রশ্ন।স্বাধীনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে বাংলা-নেতাজি। তার পরেও সাধারণতন্ত্র দিবসের ট্যাবলো থেকে কেন বাদ পড়ল বাংলা?
আরও পড়ুনঃ ‘অভিষেকের মন্তব্যের বিরোধিতা প্লান্টেড,’ মন্তব্য শমীকের
এই প্রসঙ্গে এইদিন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন,” আমাদের থেকে নেতাজিকে হাইজ্যাক করেছে।”
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৯,০৬৪ জন,কলকাতায় আক্রান্ত ৪,৮৩১ জন
এমন একটি কাজ করার জন্য কেন্দ্রকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কার্যত ভর্ৎসনা করেছেন।
আরও পড়ুনঃ বিক্ষুব্ধ’দের নিয়ে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
তবে এই প্রসঙ্গে ভিন্ন যুক্তি দিচ্ছে পদ্ম শিবির ।শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বললেন ,”এই শোভাযাত্রায় কোন বিষয়টা ভালো হবে তার একটি নির্দিষ্ট রুপরেখা থাকে। তৃণমূল কংগ্রেস কে কটাক্ষ করে তিনি বলেন তৃণমূল মনে করে পশ্চিমবঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র আর সেই ভাবেই তারা সমস্ত জায়গায় বার্তা পৌঁছে দিতে চায়।”
Topics
Samik Bhattcharya BJP TMC Administration kolkata