কলকাতা টুডে ব্যুরো:
আবারও মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীকে রিপোর্ট দেওয়ার জন্য ৭ দিন সময় দিলেন রাজ্যপাল। এরপরও রিপোর্ট না এলে, তা ‘অল ইন্ডিয়া সার্ভিস রুল’ ভাঙা হবে বলেও হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
Re: LOP @SuvenduWB-Netai Martyr’s Day programme.
CS @MamataOfficial H.K. Dwivedi @IASassociation to comply directives & explain defiance in a week.
Such treatment of LOP @WBPolice in spite of judicial order reflects “Law of ruler, not rule of law” and cannot be countenanced. https://t.co/H5rhS4i0SY pic.twitter.com/q96i6dD6MT
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 19, 2022
বুধবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। তাতে লেখেন, “রাজ্যের মুখ্যসচিবকে এক সপ্তাহ সময় দেওয়া হল। কেন শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে বাধার মুখে পড়তে হয়, তার জবাব দিতে হবে। তার কারণ ব্যাখ্যা করতে হবে। যদি তা অমান্য হয়, তাহলে ধরে নিতে হবে শাসকের আইন, আইনের শাসন নয়।”
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
শহিদ দিবসে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেওয়া হল, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে জবাব তলব করেছেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, জবাব দেয়নি নবান্ন। এ বার কার্যত চরমসীমা বেঁধে দিলেন তিনি।