কলকাতা টুডে ব্যুরো:সকাল ৯টা পর্যন্ত বিধাননগরে ১৪%, আসানসোলে ১৩%, শিলিগুড়িতে ১৩% ও চন্দননগরে ১১% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোলে চলছে ভোটগ্রহণ পর্ব । বিধাননগরের ৪১টি, চন্দননগরের ৩২টি, শিলিগুড়ির ৪৭টি এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডের বাসিন্দারা নিজেদের কাউন্সিলর বেছে নিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোট। বিশেষ নজর বিধাননগর ও আসানসোলের দিকে। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্য়েই শুরু ভোটগ্রহণ।
আরও পড়ুনঃ পুরভোটের শেষ মুহূর্তে ভোকাল টনিক দিয়ে দলকে উজ্জীবিত করলেন পার্থ চট্টোপাধ্যায়
করোনা সংক্রমণ মোকাবিলায় কড়া ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন ৷ ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। এছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতেই করা ভোটারদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজার সহ গ্লাভস ৷ এছাড়াও নিরাপত্তার স্বার্থে থার্মাল গানের সাহায্যে তাপমাত্রা দেখা হচ্ছে ভোটারদের।
Topics
SEC BJP TMC Administration Kolkata