Home ভিডিও ‘কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস হচ্ছে, সেটাকে আমরা কনটেন্টমেন্ট জোন করব,’ জানালেন ফিরহাদ হাকিম

‘কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস হচ্ছে, সেটাকে আমরা কনটেন্টমেন্ট জোন করব,’ জানালেন ফিরহাদ হাকিম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কলকাতায় করোনা বাড়বাড়ন্ত। দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজার ছুঁইছুঁই।  শহরে ফের সেফ হোম , এমনকী কনটেনমেন্ট জোন-ও চালু করতে চলেছে কলকাতা পুরসভা ।

আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। ১৭ শতাংশের সামান্য উপসর্গ রয়েছে। মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের প্রতিদিনের যে সেফ হোমটা আছে, সেটা চালু করছি। পরিকাঠামো ঠিকঠাক করে নিয়ে সোমবার থেকেই চালু করা হবে। আর যদি আমরা দেখি, কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস হচ্ছে, সেটাকে আমরা কনটেন্টমেন্ট জোন করব। রিপোর্ট আসার পর’। ‘ কলকাতায় সংক্রমণ বেড়েছে’। জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।

Topics

KMC  Firhad Hakim Mayor Covid19 Omicron Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment