নয়াদিল্লি, ১ মার্চ: এতদিন বিরোধীরা প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলছিলেন, কেন নরেন্দ্র মোদী নিজে করোনার টিকা নিয়ে ভ্যাকসিন নিয়ে দেশবাসীর ভয়, আশঙ্কা দূর করছেন না!অবশেষে তিনি নিলেন। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ সোমবার সকালে কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। টিকা নেওয়ার ছবিও প্রধানমন্ত্রী পোস্ট করেছেন টুইটারে। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছেন তিনি।
ছবি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যে ভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যাঁরা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হল দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সেই মিশনের সূত্রপাত করলেন নিজে টিকা নিয়ে।