কলকাতা টুডে ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনা জেলা তথা অভিষেকের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাত বিধায়ক। জেলার পরিস্থিতি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন অভিষেক। বৈঠকে অংশ নেন, কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
এদিন তিনি বললেন,”কোভিড পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত।”
আরও পড়ুনঃ বড় মিছিল, সভার পরিবর্তে ডিজিটাল প্রচারে নজর দিক দলগুলি, করোনা আবহাওয়া পরামর্শ কমিশনের
তিনি এদিন বলেন,”হাইকোর্টে এই নিয়ে মামলা চলছে। এ বিষয়ে আমার মন্তব্য করা উচিৎ নয়। হাইকোর্ট বিষয়টা দেখবে। নির্বাচন কমিশন সেই গাইডলাইনগুলো মেনে ভোট করাবে। তবে আমার ব্যক্তিগত মত যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে বলব আগামী ২ মাস সব বন্ধ রাখা উচিৎ।”
আরও পড়ুনঃ করোনায় লাগাম পরাতে ধাপে-ধাপে বাজার বন্ধের সিদ্ধান্ত
তাঁর কথায় ‘বড়দিন, দুর্গা পুজো, কালী পুজো’ অর্থাৎ যে কোনও উৎসবও আপাতত বন্ধ রাখা উচিৎ। একদিকে যখন কোভিড পরিস্থিতিতে রাজ্যের উৎসব নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তার মধ্যেই অভিষেকের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যেখানে সংক্রমণ হাতের বাইরে চলে যাচ্ছে, সেখানে কোনও রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য ভোট কার উচিৎ নয়।’ তাঁর দাবি, এখন তৃণমূল, সিপিএম, বিজেপি এসব করার সময় নয়। জীবন বাঁচলে রাজনীতি হবে, ভোট হবে।
Topics
Abhishek Banerjee BJP TMC Administration Kolkata