নিজস্ব প্রতিনিধিঃ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পর হার হাবাসের দলের। প্রজাতন্ত্র দিবসের দিন নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ২-১ ব্যবধানে হেরে গেল এটিকে মোহনবাগান। এদিন জঘন্য ডিফেন্স করল হাবাসের দল। বাগানের রক্ষণের ব্যর্থতা আর উরুগুয়ের মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোর অনবদ্য গোলে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের দল।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মিনিট ২০ পর লুইস মাচাদোর গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট। বাগান রক্ষণে বোঝাপড়ার অভাব। প্রীতম-সন্দেশদের ভুলে গোল করে যান মাচাদো। যদিও পাহাড়ের ফ্র্যাঞ্চাইজি দলটির উৎসব বেশিক্ষণ স্থায়ী হয়নি।
প্রবীরের জায়গায় কোমল থা থাটাল নামতেই বদলে যায় খেলা। ৭৩ মিনিটে রয় কৃষ্ণার গোলে ম্যাচে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। কিন্তু ৮১ মিনিটে অসাধারণ একটি গোলে নর্থ ইস্টকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গ্যালেগো। বাকি সময়টা দুর্গ আগলে হাবাস ব্রিগেডের ম্যাচে সমতা ফেরানোর সুযোগ দেয়নি খালিদের দলের রক্ষণ।
এদিনের ম্যাচে হারের ফলে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান তৈরি হল হাবাসের দলের। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেই রইল এটিকে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। অন্যদিকে, এদিন জিতে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল নর্থ ইস্ট ইউনাইটেড।