কলকাতা টুডে ব্যুরো: কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা আয়োজন করতে তৎপর দক্ষিণ২৪ পরগনার প্রশাসন। কোভিড পরিস্থিতিতে মেলায় আগত পুণ্যার্থীদের কথা ভেবে কাকদ্বীপ ও নামখানায় সেফহোম ও কোয়ারেন্টাইন সেন্টারের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। কাকদ্বীপ এলাকায় দুটি কোয়ারেন্টাইন সেন্টার ও তিনটি সেফহোম থাকছে। অন্যদিকে নামখানায় একটি করে কোয়ারেন্টাইন সেন্টার ও সেফহোম করা হয়েছে।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
পি.উল্গানাথন বললেন, এবছর গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মেনে পঞ্চাশ জন করে কপিলমুনি মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে বললেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন ।তিনি বলেন,”প্রতিটি প্রবেশপথে থাকছে স্যানিটাইজার টানেল, প্রায় দশ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।” রবিবার আলিপুরে এক সাংবাদিক সন্মেলনে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন একথা জানান। এছাড়াও কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে ইতিমধ্যে বেসরকারি এ্যাপোলো হাসপাতালের দশজন চিকিৎসক বিনা পারিশ্রমিকে ‘ডক্টরস অন হুইল’ ব্যবস্থায় থাকছেন। এর পাশাপাশি কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জেলা শাসক আত্মবিশ্বাসী।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
এছাড়া লট নম্বর এইট ও নামখানা জেটিঘাট গুলিতে মাক্স পরা নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের তরফে চালানো হচ্ছে সচতনতামূলক প্রচার। জেটিতে ঢোকার আগে প্রতিটি ঘাটে ব্যবহার করা হচ্ছে সেনিটাইজার টানেল, যার মধ্য দিয়ে স্যানিটাইজ করে যাত্রীদের ভেসেলে তোলা হচ্ছে। সব মিলিয়ে কোভিড বিধি মেনে ২০২২-এর গঙ্গাসাগর মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন।
Topics
Gangasagar Mela Covid19 Vaccine Administration Kolkata