Home সংবাদ গঙ্গাসাগরে পুণ্যস্নান নিয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব, বুধবার হাইকোর্টের রায়

গঙ্গাসাগরে পুণ্যস্নান নিয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব, বুধবার হাইকোর্টের রায়

by Kolkata Today

কলকাতা, ৮ জানুয়ারি: আগামী বুধবার, ১৩ জানুয়ারির মধ্যে গঙ্গাসাগর স্নান ও মেলা নিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ওই রিপোর্ট দেখার পরই এই বছর গঙ্গাসাগর স্নান ও মেলা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত রায় দেবে আদালত। যদিও মেলার প্রস্তুতি নিয়ে রাজ্যের প্রাথমিক রিপোর্টে ডিভিশন বেঞ্চ সন্তুষ্ট বলে জানা গিয়েছে। ফলে ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির আগের দিন হাইকোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন চূড়ান্ত রায়।

মুখ্যসচিবের রিপোর্টে করোনা নিয়ে সচেতনতার প্রচার চালানোর মতো বিষয় নিয়ে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, তা সবিস্তারে জানাতে হবে। দুর্গাপুজো, কালীপুজো, এমনকি বর্ষবরণের রাতেও ভিড় নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে। প্রচুর মানুষ একসঙ্গে সাগরে নেমে স্নান করেন। চিকিৎসকদের আশঙ্কা, এমনটা হলে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। ঠিক সেই কারণে সংক্রমণ রুখতে রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চায় হাইকোর্ট।

বৃহস্পতিবার মামলার শুনানিতে পুণ্যস্নানের বদলে বিকল্প কোনও পথ বার করা যায় কি না, তা রাজ্য সরকারকে দেখতে বলেছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Related Articles

Leave a Comment