Home সংবাদসিটি টকস গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী

গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গঙ্গাসাগর নিয়ে কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী।মেলা নিয়ে দুই সদস্যের নয়া কমিটিও তৈরি হয়েছে। কমিটিতে চেয়ারপার্সন হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির এক সদস্য। মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটি নেবে।শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

হাই কোর্ট বলেছে, দু’টি টিকা নিলে এবং তার শংসাপত্র থাকলে তবেই সাগরে যেতে দেওয়া হবে। তবে কেউ দু’টি টিকা নিয়েছেন কি না, তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবকে নিশ্চিত করতে হবে। আরও বলা হয়েছে, মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। রিপোর্ট নেগেটিভ এলেই গঙ্গাসাগর যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। শর্ত মানা হচ্ছে কি না, তার উপর নজর রাখবে এই কমিটি।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

এর আগে হাই কোর্ট জানিয়েছিল, রাজ্য প্রশাসনের দেওয়া কোভিডবিধি সবকটি  ঠিকমতো পালন হচ্ছে কি না, তা দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গড়ে দেওয়া হচ্ছে। কিন্তু এদিন সেই কমিটি বাতিল করে নতুন কমিটি গড়ল আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং লিগাল এইডের সদস্য রাজু মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হল নতুন কমিটি। গঙ্গাসাগর মেলার দিকে কড়া নজর রাখবেন এই দুই সদস্য। কোথাও কোনওরকম নিয়ম লঙ্ঘিত হচ্ছে মনে করলে কমিটি মেলা বন্ধের সুপারিশ করতেও বাধা নেই। আর উচ্চ আদালতও সেই সুপারিশ মেনে মেলা বন্ধের নির্দেশ দিতে  পারে।  বিচারপতিরা এও জানান, মেলায় কোনওরকম বিশৃঙ্খলা তৈরি হলে, তার জন্য দায়ী থাকবেন মুখ্যসচিব। কারণ, আদালতের সমস্ত নির্দেশ কার্যকর করার দায়িত্ব তাঁর উপর।

Related Articles

Leave a Comment