কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৯,২৮৬ জনের হদিশ মিলেছে। রবিবারের বুলেটিনে সেই সংখ্যাটা ছিল ২৪,২৮৭। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৫১,৬৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। রবিবার সেই সংখ্যাটা ছিল ৭১,৬৬৪। অর্থাৎ ২০,০০০ নমুনা পরীক্ষা কমতে পশ্চিমবঙ্গে দৈনি আক্রান্তের সংখ্যা ৫,০০ কমে গিয়েছে।সংক্রমণের হার বা পজিটিভিটি রেট বেড়ে ৩৭.৩২ শতাংশে পৌঁছে গিয়েছে। যা আগেরদিন ৩৩ শতাংশের মতো ছিল।
সোমবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫,৫৫৬ জন আক্রান্ত হয়েছেন। আগেরদিন যা ছিল ৮,৭১২।
আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’
গত ২৪ ঘণ্টায় ৮,৮১৭ জন করোনা মুক্ত হয়েছেন। তার ফলে করোনাকে হারিয়ে দিয়েছেন মোট ১৬,৬৫,২২১ জন।